কিছু প্রশ্ন যেগুলো মাঝেমধ্যে মনে থাকে না
1.জারক বিচারক উভয় হিসেবে কাজ করে কোন পদার্থগুলো?
উত্তর: ও সাথী ফিরবে না হায় ।
- ও = `O_{3}`ওজন
- সাথী = `SO_{2}`
- ফিরবে = `FeSO_{4}`
- না = `HNO_{2}` (নাইট্রাস এসিড), `NO` নাইট্রোজেন মনোক্সাইড
- হায় = `H_{2}S`(হাইড্রোজেন সালফাইড), `H_{2}O_{2}` (হাইড্রোজেন পার অক্সাইড)
উত্তর: অপধাতুর সংখ্যা ছয়টি অথবা সাতটি। (Bi)
"জি স্যার আসেন সাবধানে বসেন"
- জি = `Ge`
- স্যার = `Si`
- আসেন = `As`
- সাবধানে = `Sb`
- টুলে = `Te`
- বসেন = `B`
উত্তর: বিরঞ্জক হলো এমন পদার্থ যার রং দূর করে। ক্লোরিন একটি তীব্র বিরঞ্জনক। আদ্র ক্লোরিন পানির সাথে বিক্রিয়া করে জায়মান অক্সিজেন উৎপন্ন করে।
এই উৎপন্ন জায়মান অক্সিজেন রঙিন বস্তুকে বর্ণহীন করে ফেলে।
`Cl_{2}` + `H _{2}O` ==> `2HCl` + `[O]`
`[O]` + রঙিন বস্তু ==> বর্ণহীন বস্তু
4. p,d এবং f উপশক্তি স্তরের অরবিটাল গুলো কি কি?
উত্তর: p শক্তি স্তর তিনটি অরবিটালে বিভক্ত। এগুলো হলো `p_x`, `p_y`, `p_z`
ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এর ক্ষেত্রে
- `p_z` = 0
- `p_x`/ `p_y` = ±1
d উপশক্তি স্তর পাঁচটি অরবিটালে বিভক্ত এগুলো হল `d_{xy}`, `d_{yz}`, `d_{zx}`, `d_{x^{2}-y^{2}}`, `d_{z^2}`
ম্যাগনেটিক কোয়ান্টম নাম্বার এর ক্ষেত্রে
- `d_{xy}`/ `d_{x^{2}-y^{2}}`= ±2
- `d_{yz}`/`d_{zx}`= ±1
- `d_{z^2}`= 0
যেখানে z এর মান সর্বোচ্চ সেখানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান শূন্য হবে এবং ক্রমান্বয়ে এক করে বাড়াতে হবে
f উপশক্তি স্তর সাতটি অরবিটালে বিভক্ত এগুলো হল `f_{z^3}`, `f_{xz^2}`, `f_{yz^2}`, `f_{x(x^2-y^2)}`, `f_{y(x^2-y^2)}`, `f_{z(x^2-y^2)}`, `f_{xyz}`
ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ক্ষেত্রে
- `f_{z^3}`= 0
- `f_{xz^2}`/`f_{yz^2}`= ±1
- `f_{x(x^2-y^2)}`/`f_{y(x^2-y^2)}`= ±3
- `f_{z(x^2-y^2)}`/`f_{xyz}`= ±2
- BC NAG SAG (এরা পানিতে দ্রবীভূত হয়)
- Certain Salts Can't Possibly Hydrolyzed (এরা পানিতে দ্রবীভূত হয় না)
যে সকল লবণ পানিতে দ্রবীভূত হয় তা মনে রাখার নিমোনিক টেকনিক
BC NAG SAG
B: `HCO_3^{-}` অর্থাৎ সকল বাইকার্বনেট লবণ পানিতে দ্রবীভূত হয়। যেমন: `NaHCO_3^{}`, `AlHCO_3^{}` ইত্যাদি পানিতে দ্রবীভূত হয়। অর্থাৎ বাইকার্বনেট মূলক যুক্ত লবণ পেলেই সেটা পানিতে দ্রবীভূত হবে।
C: `ClO_3^{-}`, `ClO_4^{-}`অর্থাৎ সকল ক্লোরেট এবং পারক্লোরেট লবণ পানিতে দ্রবীভূত হয়। যেমন: `NaClO_3^{}`, `Mg(ClO_3)_{2}`
N:`NO_3^{-}`সকল নাইট্রেট মুলক যুক্ত লবণ পানিতে দ্রবীভূত হয়। অর্থাৎ যে কোন নাইট্রেট মনোক যুক্ত লবণ পেলেই সেটা পানিতে অবশ্যই দ্রবীভূত হবে।
A: `C_2H_3O_2^{-}`সকল অ্যাসিটেট মূলক যুক্ত লবণ পানিতে দ্রবীভূত হয়। এক্ষেত্রে কোন ব্যতিক্রম নেই।
G: Group 1: গ্রুপ ওয়ানের মৌলসমূহ অর্থাৎ H, Li, Na, K, Rb, Cs ইত্যাদির সাথে যে কোন ঋণাত্মক মুলকই যুক্ত থাকুক না কেন সেটা অবশ্যই পানিতে দ্রবীভূত হবে।
S: `SO_4^{2-}` বেশিরভাগ সালফেট যুক্ত লবনই পানিতে দ্রবীভূত হয় তবে কিছু ব্যতিক্রম আছে।
A: `NH_4^{+}`সকল এমোনিয়াম আয়ন যুক্ত লবণ পানিতে দ্রবীভূত হবেই হবে। কোন ব্যতিক্রম নেই।
G: Group 17 এর সাথে যুক্ত (Cl, Br, I) বেশিরভাগ লবনই পানিতে দ্রবীভূত হয়। তবে ব্যাতিক্রম আছে।
ব্যতিক্রম
1. LMS: এর সাথে গ্রুপ ১৭ অথবা সালফেট বসলে তা পানিতে অদ্রবনীয় হয়।
L= lead `Pb`
M= Mercury `Hg`
S= Silver `Ag`
2. Castre Bear এর সাথে ও সালফেট বসলে তা পানিতে অদ্রবণীয় হয়।
Castre Bear
`Ca^{2+}`, `Sr^{2+}`, `Ba^{2+}`
যে সকল লবণ পানিতে দ্রবীভূত হয় না তাদেরকে মনে রাখার নিমনিক টেকনিক।
Certain Salts Can't Possibly Hydrolysed
সবগুলো শব্দের প্রথম অক্ষর নিয়ে অদ্রবণীয় লবণ গুলো মনে রাখা যেতে পারে
C = `CO_3^{2-}` সকল কার্বনেট লবণ পানিতে অদ্রবণীয়। ব্যতিক্রম Group-1 ও `NH_4^{+}`

0 Comments