![]() |
| সাধারণ গণিত ও উচ্চতর গণিতের ত্রিভুজ অঙ্কনের অর্থাৎ সম্পাদ্যের সকল প্রশ্ন একসাথে |
ত্রিভুজ অংকন
ত্রিভুজের সম্পাদ্য থেকে যত ধরনের প্রশ্ন আসে (সাধারণ গণিত ও উচ্চতর গণিত মিলিয়ে) তার একটি তালিকা এখানে দেওয়া হলো। এই প্রশ্নগুলো ভালোভাবে প্র্যাকটিস করলে আশা করা যায় এখান থেকে প্রশ্ন কমন পড়বে। [এখানে G মানে সাধারণ গণিত আর H মানে উচ্চতর গণিত]
১. ভূমি,ভূমি সংলগ্ন কোন,অপর দুই বাহুর সমষ্টি(G)
২. এক এর বিকল্প সমাধান(G)
৩. একের আরো একটি বিকল্প সমাধান(H)
৪. ভূমি,ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ, অপর দুই বাহুর অন্তর(G)
৫. চারের বিকল্প সমাধান(G)
৬. চারের আরো একটি বিকল্প সমাধান(H)
৭. ভূমি,ভূমি সংলগ্ন দুইটি কোণ, পরিসীমা(G+H)
৮. সমবাহু ত্রিভুজের পরিসীমা(G)
৯. ভূমি,ভূমি সংলগ্ন একটি কোন, উচ্চতা(G+H)
১০. উচ্চতা,ভূমির উপর মধ্যমা ও ভূমি সংলগ্ন একটি কোণ(H)
১১. ভূমি সংলগ্ন একটি কোন উচ্চতা অপর ২ বাহুর সমষ্টি(G+H)
১২. ভূমি,ভূমি সংলগ্ন কোনগুলোর অন্তর ও অপর দুই বাহুর সমষ্টি(H)
১৩.সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর দুই বাহুর সমষ্টি(G+H)
১৪. সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর দুই বাহুর অন্তর(H)
১৫. দুইটি কোণ ও তাদের বিপরীত বাহুদ্বয়ের অন্তর(H)
১৬. ভূমি,শিরোকোণ,অপর কোনগুলোর অন্তর(H)
১৭. ভূমি,শিরোকোণ,অপর কোন গুলোর সমষ্টি(H)
১৮. তিনটি মধ্যমা (H)
১৯. ত্রিভুজের ভূমি,ভূমি সংলগ্ন একটি স্থূলকোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে(G)
২০. একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে(G)

0 Comments